THE CONTENT AND INFORMATION HUB


Let’s Get Acquainted
আমার সমস্ত পাঠক গণ,
প্রতিটি মানুষের ছোটো থেকে বেড়ে হয়ে ওঠার একটা কাহিনী থাকে, আর সেটাই বাস্তব। আমি দেবপ্রিয় সেন, নিজেও লিখতে লিখতে একদিন এক প্রকৃত উপলব্ধিতে এসে পৌঁছলাম, যেদিন দেখি দিদিকে নিয়ে লেখা নানান সে কাহিনী কেমন ভাবে একটা বই হয়ে গেলো,কেমন ছিল সেই ছোটবেলা তারই নানা কাহিনী লেখা আর সৃষ্টি পেলো আমার গল্প “ছোটন “। আজ সেই বইটা শুধুই অপেক্ষায় প্রকাশনার , ও পরবর্তীকালে সেটার একটা বাস্তবিক রূপ হতে পারে চলচ্চিত্রে যা আমার আগামী দিনের একান্তই স্বপ্ন।পেশায় আমি একজন সামান্য ব্যবসায়ী, কিন্ত নেশায় আজ স্থান পেয়েছে লেখা শুধু লেখা একেবারে বাস্তব কে নিয়ে লেখা গল্প ও কবিতা। আর এই লেখার থেকেই আমার ব্লগের সৃষ্টি। তাই পঞ্চাশঊর্ধ এ মন আজও হাতছানি দেয় এক সৃষ্টির….
“You can’t jump from little things to big things . It just takes time and patience”-
